- 291
- 77
- 28
শিউলী গার্মেন্টসে কাজ করত, ভাগ্যের লিখনে অথবা তার দুর্ভাগ্যে আমার সৌভাগ্যে অল্প কিছু টাকার বিনিময়ে তার সাথে একরাত একদিন কাটানোর সুযোগ হয়ছিল। বেশ কয়েকবছর আগের ঘটনা। ঢাকায় ভার্সিটির কয়েক বন্ধু মিলে একটা মেসে থাকতাম। চারজন দুই রুম, ডাইনিং, এক বাথরুম। মন্দ না। বুয়া আসে, রান্না করে, আমরা খাই, ভার্সটিতে যাই, টুকটাক পড়াশুনাও করি। দিন চলে যাইতেছিল। একবছর রমজান মাসে, তখন মনে হয় অলরেডি ২০ রোজা পার হয়ে গেছে। রুমমেট দের মধ্যে রাকিব আর জুনাইদ বাড়ি চলে গেছে। আমি আর শফিক ভাই তখনো ঢাকায়। টিউশনির টাকা না পাওয়ায় আমি তখনো অপেক্ষা করতেছিলাম। বাসার নিচেই চাচামিয়ার মুদি দোকানের সামনে একদিন ইফতার কিনতেছি, আর গ্যাজাইতে ছিলাম চাচার সাথে। চাচামিয়া দাড়িটুপিওয়ালা সুফি টাইপের লোক, বহুবছর ধরে দোকানদারি করে এই এলাকায়। কি কারনে হঠাত আমার চোখ সামনে দিয়ে বাসায় ফেরা কয়েকটা গার্মেন্টসের মেয়ের দিকে প্রয়োজনের চেয়ে লম্বা সময় আটকে ছিল। চাচাও খেয়াল করে ফেলল ব্যপারটা। আমি তাড়াতাড়ি লজ্জিত হয়ে চোখ ঘুরিয়ে নিলাম। চাচামিয়া বললো, সবই বয়সের দোষ কামাল, এত লজ্জার কিছু নাই। আমি বললাম আরে না না, আপনি যা ভাবছেন তা না